নিঃশর্ত পাহাড়ি বাতাসকে ডেকে
বুকে নিতে গিয়ে টের পেলাম,
কবিতাটুকু ছেঁকে নিয়ে,
তাতে ইনহেলারের গন্ধ ভরে দিয়েছে কেউ
রোদ পড়ে আসা সময়ে ছড়িয়ে পড়ছে
তুষারের গুঁড়ো গুঁড়ো দমক
এই সমস্ত ফণা তোলা মুহূর্তকে কবজা করার মত
শক্তিমান কেউ নয়
চমকে উঠে দেখি
মায়াবী ঈগল হয়ে উড়ে যাচ্ছে ভালোবাসাগুলি
ইচ্ছে হয়,
সেই সব তীক্ষ্ণ নখ উড়ন্ত গড়ুরের ছায়ায় ছায়ায়
হেঁটে যাই খাদ অবধি
ঝাঁপ দিই।
আবার উঠেও আসি মেঘ-মেঘ তোমাকে জড়িয়ে।
কানে কানে বলি,
যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই আশ।
★