আপনারা খবরের কাগজ পড়েন? আহ্হা, ঠিকাছে, ঠিকাছে, সিরিয়াল, ওটিটির মাঝে খবর চ্যানেল তো দ্যাখেন? তাইলেই হবে।
বাইনারি কথাটা আগে এত ভালো বুঝতাম না। ইদানিং মিডিয়া ঠিক করেছে আমাকে বোঝাবেই।
কেন ঠিক করেছে বোঝাটা কিছু কঠিন নয়। আরে বাবা, স্টাফের মাইনে আছে। ফিল্ড স্টাফ, অফিস স্টাফ, আরও সাত সতেরো। তার ওপরে মালিকের লাভ। এত কিছু দেখতে গেলে তো নগদের কনটিনিউয়াস ফ্লো লাগবেই। আর তা কি খালি অ্যাডে আসে? অন্য সোর্সেও আসা চাই।
তো, সেই সোর্সরা কি এমনি এমনি পয়সা ঢালবে নাকি। তাদের হুকুম মত চললে তবেই। সেই তারাই বলেছে, হয় ঘেসো নয় গোমূত্র, এর বাইরে কারওর নাম উচ্চারণ করা যাবে না! তাই বাইনারি।
হাইকোর্টে ঝামেলা হচ্ছে। মুখোমুখি উকিলেরা কারা? না, দাঁড় করাতে হবে… করাতেই হবে, ঘেসো বনাম চাড্ডি।
কাজ করতে বাধা দেওয়া হয়েছে কাদের? সুকৌশলে নাম চেপে যাচ্ছে পয়সাখোরগুলো।
অরুণাভ ঘোষ, বার কাউন্সিলের নির্বাচিত মাথা, বিকাশরঞ্জন, এঁদেরকে আক্ষরিকভাবেই অ্যাসল্ট করা হয়েছে। (করতে গিয়ে জোর ক্যালানিও খেয়েছে অবশ্য যা খবর। সেম সাইড)
কিন্তু মিডিয়ার ওই এক গোঁ। বাইনারি! হয় ঘাসফুল নয় পদ্মফুল।
মিডিয়ারই বা দোষ কী? পয়সাখোর নোভোট্টু বাবুরা অবধি এই বাইনারি প্রোমোট করতে গিয়ে লেসার-গ্রেটার থ্যাটার নামিয়ে ফেলল।
ওই যে দু’জনের নাম বললুম এট্টু আগে, তাঁদের একজন সবিশেষ স্নেহ করেন আমাকে। লজ্জার মাথা খেয়ে ফোনে আজ জিজ্ঞেসই করে ফেললাম,- দাদা, আপনি কি এখন বি…
বাক্য শেষ না করতে না দিয়ে উনি বললেন,- না রে বাপু, আমায় চেনো না?
তো এই হচ্ছে মিডিয়ার বাইনারি ইকুয়েশন। হয় ডাকাত নয় দস্যু, কিছু একটা সাজাবেই আপনাকে।
হয় তো বলতে পারতাম, হয় চোর নয় বাটপার। কিন্তু না মশাই। দুটোই ডাকাত। চুরি-বাটপারির স্টেজ কবেই পার হয়েছে।
চুলোচুলি করে না আর। এখন খালি লোক দ্যাখানো… মিডিয়া সাজানো ফুলোফুলি।
বাইনারি দাঁড় করাতেই হবে। এই ম ফার্স্ট তো ওই ম সেকেন্ড।
এর বাইরে অরুণাভ কী বিকাশরঞ্জন…? তারা কে মশাই?
ফুঃ….