তুমি দেশ যদি ভাবো হিন্দি, তুমি দেশ যদি ভাবো হিন্দু
তবে দৃষ্টি গিয়েছে ভিন-দিক, তুমি সিন্ধুকে ভাবো বিন্দু
তুমি নিজের দুচোখে জল দাও,
চশমা-টশমা বদলাও,
এক-দু মানিক-এ মন দিয়ে ভোলো রত্নতে ভরা সিন্দুক।
তুমি দেশটাকে বড় ছাঁটছো, শুধু জমিতে সীমানা মাপছো,
এত ভাষা আর ধর্মের মাঝে এক দুটো নিয়ে হাঁটছো।
তুমি বলছো যাদের অন্য,
এই মাটি তো তাদেরও জন্য
প্রতিবেশী আজ খুব খুশি দেখে নিজেই নিজেকে কাটছো!
জানি হিন্দির মানে দেশীয়, জানি হিন্দুর মানে দেশীয়,
তাবলে দেশের বাকিদের নয় জিরো আর এক রেশিও
ভাবছো তা হলে বেশ হয়,
তবু একশো কোটির দেশ নয়,
চল্লিশ কোটি বাকি মানুষের থেকে নও এতটুকু বেশি-ও।
কেউ ডোগরি ঊর্দু কানাড়ায়, কেউ বাড়ছে তামিঢ় বাংলায়
কোটি কোটি মা’র স্তন্যদুগ্ধ মেশে যদি একই গামলায়,
তুমি আলাদা করতে পারবে?
শুধু সময়ের কাছে হারবে,
শতযুগ ধরে কত ধর্মকে এদেশ দুহাতে আগলায়।
তুমি দেশ যদি ভাবো হিন্দি, তুমি দেশ যদি ভাবো হিন্দু,
বিশাল সাগরে আলাদা করতে চাইছো জলের বিন্দু..
তবে সাবধানে থেকো, সে খেয়াল রেখো, ইতিহাস বড় নিন্দুক।