নিজের কাজটা করুন।
নিষ্ঠা ও সততার সঙ্গে।
তাতে যেন কোনও ফাঁক না থাকে।
কেউ অন্যকিছু বা
বা অন্যায় ভাবে কিছু করাতে চাইলে
শান্ত ভাবে বলুন,পারব না।
এটা আমার কাজ না।
কেউ ভয় দেখালে
ভয় পাবেন না।
ভয় পাওয়া আপনার কাজ না।
কাউকে পাল্টা ভয়ও দেখাবেন না
কারণ সেটাও আপনার কাজ না।
শান্ত থাকুন।
অবজ্ঞা করুন অ্যানারকিস্টদের।
দুটো কথা মনে রাখবেন।
যারা অন্য কোনও কিছু
করার যোগ্যতা অর্জন করেনি
তারাই অ্যানারকিস্ট হয় জীবনে।
আর যারা অ্যানারকিস্ট না
তারা কাজের মানুষ আর
সংখ্যায় অনেক বেশি।
একজন অ্যানারকিস্ট ভয় দেখালে,
দশজন কাজের মানুষ মিলে
চারিদিক থেকে তাকে ঘিরে ধরে
স্রেফ দাঁড়িয়ে থাকুন
ভাষাহীন চোখে তাকিয়ে।
আর কিছু করতে হবে না।
তার আগে অবশ্য
ঐক্যবদ্ধ হতে হবে
জাতীয় পতাকার নিচে।
মুষ্টিমেয় সমাজবিরোধী
যদি ঐক্যবদ্ধ হয়ে
পৃথিবীকে নরক করে ফেলে–
তাহলে একতার তাগিদের অভাবে
আপনাদের অনৈক্য….
উত্তরপুরুষদের
মুখ দেখাবেন কি করে?
বয়সে ছোটরাও শিখে গেছে তো!
এরপর লজ্জা করবে না?
১৮.০৯.২০২৪
স্কেচ: Dr Suvrojyoti Bhattacharya