(অভয়ার মানেই তো ডরি না: ডাক্তার স্মরণ মজুমদার)
ডরি না রে ডরি না, বসে আছি ডোরিনা,
আমাদের কবজিতে দ্রোহ ভোলা ঘড়ি না
টিকটক টিকটক, অভয়া ভোলাতে ছক,
তবু দিন গুনে চলি , মুষড়িয়ে পড়ি না।
মেয়ে গেছে আমাদের, শূন্যতা বক্ষে,
শুনে চলি বিচারের নামে বকবককে,
দিন গেলো নব্বই, চার্জশিট তবু কই,
স্লো-মোশানে কে মাড়ায় নাগরিক হক-কে?
বিচার খেলান কারা সহাস্যে স্ব-লেজে
সেটা আছে মোটামুটি জেনারেল নলেজে,
শাসকের प्यारा, বেআদব ও বেয়াড়া,
তোলা নেন মার্কেটে থ্রেট দেন কলেজে।
হেবিওয়েটেরা সব টান দেন ওদিকে,
মানুষের থেকে তাঁরা আঁকড়ান গদিকে
আমরা নাছোড় তাও, হাঁই মারো, টান দাও
নেপোদের সাবড়াতে দেবো না রে দধিকে।
চালাক লোকেরা বলে এ সময় নষ্ট,
কোন কোলে ঝোল টানা দেখা যায় স্পষ্ট
বখাটে ও বোকাটে, লড়ে যাই সপাটে,
ভেজা বারুদেও বলি চকমকি ঘষ তো!
শেষ দেখে ছাড়বোই, দাবী থেকে নড়ি না,
যারা হাল ছেড়ে দেয়, সেই দলে পড়ি না,
বিচারের চাহিদায়, দেখি কত সাল যায়,
সাথে কেউ নাই হলে একচুলও সরি না
মরে গেলে দেখা যাবে, বেঁচে থেকে মরি না,
অভয়া’র মানে জেনো কক্ষনো ‘ডরি না’।