যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গবেষক ও প্রাক্তনীরা মিলে সমাজের শ্রমজীবী মানুষের জন্যে বিনামূল্যে স্যানিটাইজার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন । বিশেষতঃ যে সকল মানুষেরা এখনো রুজির টানে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন, অর্থাভাবে ন্যুন্যতম স্বাস্থ্য সুরক্ষা যে শ্রমজীবী অংশের কাছে সুলভ নয় এবং ভয়ংকরভাবে বিপন্ন, যাঁরা স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত অথচ কোনোরকম সরকারী সহায়তা পাচ্ছেন না–এই ধরনের মানুষের জন্যে বিনামূল্যে সরবরাহ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্যোগ সম্পূর্ণভাবে জনগণের ডোনেশনের দ্বারা প্রযোজিত। পাশাপাশি এই স্যানিটাইজার তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল বাজারে দুর্লভ হয়ে উঠছে এবং প্রচুর দামে কিনতে হচ্ছে। এছাড়াও কাঙ্খিত জনতার কাছে স্যানিটাইজার পৌঁছে দেয়ার প্রয়োজনীয় নেটওয়ার্ক/লোকবল ইত্যাদির অভাব রয়েছে। ফলতঃ যাঁরা যাঁরা অৰ্থিক ভাবে সাহায্য করতে পারবেন, যাঁরা যাঁরা স্বল্প মূল্যে কাঁচামাল জোগাড় করে দিতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তৈরি স্যানিটাইজার বিভিন্ন জায়গায় শ্রমজীবী অংশের কাছে যাঁরা যাঁরা পৌঁছে দিয়ে সাহায্য করতে চান (ব্যক্তি বা গোষ্ঠী ) প্রত্যেকের সহযোগিতা কাম্য।
এগিয়ে আসুন। দেশের শ্রমজীবী জনতার জন্যে এই দুর্দিনে হাতে হাত বাঁধুন । সভ্যতার কারিগর গরীব-ভুখা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।
যোগাযোগ করুনঃ কমলেশ রায়, ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয় 9903305365 এবং 9123782685