কে কত দিয়েছে কাকে কাজ কি হিসেবে,
যে গদিতে বসে আছে সে যে বেশি নেবে,
সে নিয়ম আজ নয়, চালু বহুকাল,
বরাবর পোড়া এই দেশের কপাল।
পাড়াতুতো মাস্তান ছোটো ‘তোলা’ তোলে,
থানা আর পার্টিকে দিতে হবে বলে,
উৎসবে ও ব্যসনে ক্লাব চায় চাঁদা,
পেছনে ছাতার মতো রাজনীতি-দাদা।
যাদেরকে টাকা নিতে দেখেছি টিভিতে
সক্কলে এসেছেন পরে ভোটে জিতে
নারদা সারদা আরো কত যায় আসে,
দোষী নেতা হেসে বলে দল আছে পাশে।
দুর্নীতি দূর করা ভোট-বক্তৃতা,
সিরিয়াস বলে কেউ নিও না অযথা।
যে জিতবে সে-ই নেবে পারসেন্টেজ,
কখনো হয় না সোজা কুকুরের লেজ।
কাজেই কে কাকে দিলো কত কোটি
তাই নিয়ে এত কেন চলে খটাখটি,
খেয়েছে খাচ্ছে খাবে রাজনীতি দল
ওদেরকে না দিলে ব্যবসা অচল।
বন্ড শুধু তারই এক পন্থা কেবল..