অসংক্রামক রোগগুলোর মধ্যে যেগুলো বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কারণ সেগুলি হল সেরিব্রাল স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। সেরিব্রাল স্ট্রোক আবার দু ধরনের মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাধার কারণে অথবা রক্তনালী থেকে রক্তক্ষরণের ফলে। সেরিব্রাল স্ট্রোকে যাদের মৃত্যু হয় না তাদের অনেকেই পক্ষঘাতের ফলে অক্ষম জীবন যাপন করতে বাধ্য হন।
অথচ এদের অনেককেই পুন: সক্ষম করে তোলা যায়। কিন্তু পুনর্বাসনের এই চিকিৎসা হাতে গোনা কিছু সরকারি প্রতিষ্ঠানে আছে। আছে বেসরকারি অল্প কিছু প্রতিষ্ঠানে। কিন্তু এই চিকিৎসার প্রতিদিনের খরচ এতটাই বেশি যে গরিব মানুষ তো দূরের কথা মধ্যবিত্তরাও চিকিৎসার খরচ বহন করতে পারেন না।
এক জনমুখী বিকল্পের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য শিক্ষা নির্মাণ। স্বাস্থ্য শিক্ষা নির্মাণ ও বারাসত সিটিজেন্স ফোরাম এর যৌথ প্রয়াসে ৯ অক্টোবর ২০২২ বারাসাত সিটিজেন্স ফোরামে শুরু হলো কণা ব্যানার্জি স্মৃতি পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র। প্রতি রবিবার এখানে ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন বিশেষজ্ঞরা এবং ফিজিওথেরাপিস্টরা রোগীদের দেখবেন, কেন্দ্রে উপলব্ধ বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার রোগীর পরিজনদের শেখাবেন। সপ্তাহের প্রতিদিন রোগীর বাড়ির লোক নামমাত্র খরচে এই যন্ত্রপাতি ব্যবহার করে রোগীদের চিকিৎসা করাতে পারবেন। রোগীদের পরিবারকে শেখানোর জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি হচ্ছে। তাছাড়া সর্বক্ষণ নজরদারিতে থাকবেন একজন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী।