শুক্লপক্ষে শ্রীপঞ্চমী
শিক্ষা এখন ভীষণ দামী।
অনলাইন ক্লাস বলতে সোজা
পড়ছে কে তা যায় না বোঝা।
থাকতে হবে এলাকায় নেট
সঙ্গে স্মার্টফোনের সেট।
তবেই পড়ার সুযোগ পাবে
নয়তো ক্ষেতে খাটতে হবে।
বন্ধ তালা স্কুলের গেটে
বইগুলো সব উইয়ের পেটে।
জানলা-দরজা গেছে চুরি
ব্ল্যাকবোর্ড ঘুণপোকার বাড়ি।
মেয়েরা কেউ স্বামীর ঘরে
ছেলেরা জন খেটে মরে।
খিদে পেটে ভাত জোগাড়ে
পড়া ও খেলা গেছে ছেড়ে।
পঞ্চমীতে তাই এবারে
হাতখড়ি হোক নতুন করে।
স্কুল চালু হোক সব শ্রেনীতে
অ-আ-ক-খ পাটিগণিতে।