বন্ধুরা, তোদের বলি
যে জীবন প্রাণের থেকে বড়
সে জীবন অমর বলে তাই।
যাওয়া, যা আঁধার বলে ভাবিস
সে ভাবায় সার কিছু তো নাই।
সে থাকে আলো হাওয়ার বেশে।
করে ভুল ভাবি, নিরুদ্দেশে।
মানুষের ভালবাসার নীড়ে
বেঁচে, নেয় তাদের বুকে ঠাঁই।
যে জীবন প্রাণের থেকে বড়।
সেখানে জীবন মরণ নাই।।
************
আর, বন্ধু, তোকে বলি
সাবধানে যাস।
এপারে মায়ের বাড়ি থেকে।
তারাপুঞ্জতে ঘেরা
গোধূলির কাছে।
বহুদিন দেখেনি যে তোকে
ওখানে আকুল হয়ে
বাবা তোর পথ চেয়ে আছে।
সাবধানে যাস…..
পলাশ বন্দ্যোপাধ্যায়
০৫.০৭.২০২৩
বন্ধু সুব্রত গোস্বামী আর আমাদের মধ্যে নে। দীর্ঘদিন মোটর নিউরণ ডিজিজে ভুগে আজ সকালে সে মুক্তি পেয়েছে। এ ক্ষতি মানুষের। এ ক্ষতি সমাজের। ভাল থাকিস বন্ধু।