তপনবাবুর মুখে-চোখে হাসি লেপে থাকে সর্বক্ষণ। তপন বাবু রেডিওলজি ডিপার্টমেন্টের টেকনিশিয়ান। তপন বাবু রামদেব বাবার মাজনে দাঁত মাজেন, মাঝে মাঝে মস্করা ভাঁজেন।
এই তপনবাবু ওয়ান ফাইন মর্নিং দুম করে প্রশ্ন করলেন ‘স্যার বাঙালি আর সোনোগ্রাফির মিল কোথায়? আমার আক্কেল গুড়ুম।টেনে টেনে জিজ্ঞেস করলাম কোথায়? আক্কেল দাঁত বের করে তপন বাবু বললেন দুটোরই সব সমস্যার মূলে গ্যাস!
কথাটা একদম সত্যি!
গত বছরের হিসেবে বহির্বিভাগে আসা রুগীর পরিষেবা দেবার সংখ্যা তথ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ দ্বিতীয় স্থান দখল করেছে। রোগী সংখ্যা বারো লক্ষ সত্তর হাজার চারশ চৌত্রিশ। খবরে প্রকাশ ওই মেডিক্যাল কলেজের সোনোগ্রফি হয়েছে গত একবছরে পঁচানব্বই হাজার ছশ চল্লিশ। গড়ে প্রতিদিন ২৬৫ জনের।
এখন কথা হচ্ছে আর সব পরীক্ষার মতো সোনোগ্রাফি পরীক্ষায়ও প্রস্তুতি লাগে। আর প্রস্তুতি না থাকলে পরীক্ষার ফল কেমন হয় সে সবার জানা। আমরা ছাত্রদশায় সবাই দেখেছি, দেখি এবং দেখে চলেছি। তো এই সোনোগ্রাফিতে মূল খলনায়ক হচ্ছে গ্যাস। বেশির ভাগ পরীক্ষাই পেটের সোনোগ্রাফি হয়। কিন্তু এই পরীক্ষায় ওতরানোর খুঁটিনাটি রায় মার্টিন বা ছায়া প্রকাশনী এখনও বের করেনি। যাঁরা বাতলে দিতেন বা যাঁদের বাতলে দেওয়া উচিত তাঁরা অগণিত রোগীর চাপে চেপে যান। যার ভাগশেষ হচ্ছে গ্যাসে ভরা পেট। কুঁকড়ে থাকা পিত্তথলি। মূত্রথলির ভাঁড়ে মা ভবানী। অতএব রিপোর্ট কার্ড ফাঁকা।
কি করবেন?
সবার আগে শরীরের কোন অংশের ছবি ভালো করে সেটা বুঝে নিন (যে অংশের সমস্যা তার ছবি নাও লেখা হতে পারে,মানে আপনার গলার সমস্যায় পেটের সোনোগ্রাফি প্রয়োজন হতে পারে, তাই বুঝে নিন!)
পুরো পেটের ছবি বা উপরের পেটের ছবি থাকলে ( প্রেসক্রিপশনে whole abdomen সংক্ষেপে W/A অথবা upper abdomen সংক্ষেপে U/A লেখা থাকে) অন্তত আট ঘন্টা খালি পেটে থাকুন (খালি পেটে মানে চা, সরবত বা অন্য পানীয়ও না, খালি মানে নো ক্যালরি!),আগের দিন রাতে হালকা খাবার খান, প্রাতঃকালে কর্মটি করে পেটটাকে পরিষ্কার রাখুন (প্রয়োজনে পেট সাফ করতে ডাক্তারের পরামর্শ মত ওষুধ নিন)।
খালি পেটে থাকলে অন্ত্রে গ্যাসের পরিমাণ কমে, পিত্তথলি পিত্ত দিয়ে ভর্তি থাকে ফলে পিত্তথলির রোগ সহজে ধরা যায়।
তলপেট, জরায়ু , ডিম্বাশয় বা কিডনি সম্পর্কিত পরীক্ষায় ( prescription এ USG of Lower abdomen, KUBP , UT & Adnexa অথবা pelvic organs অথবা FPP লেখা থাকে) খালি পেটে না থাকলেও চলবে কিন্তু মূত্রথলি ভর্তি থাকতে হবে। পরীক্ষার ঘন্টা দুয়েক আগে থেকে পেচ্ছাপ করবেন না। এই দু ঘণ্টা ধরে চার পাঁচ গেলাস প্লেন জল খাবেন।
পেট ছাড়া অন্য অংশের পরীক্ষায় জল খাওয়া বা খালি পেটের বা থলি ভর্তির দরকার নেই।
তো এই উপলক্ষে ইউ এস জি নিয়ে দুটো ছড়া দিলাম
১
ঘন্টা আটেক রাখলে খালি অন্ত্র-নালী
কমবে গ্যাস, ভর্তি থাকে পিত্তথলি।
পেচ্ছাপ রাখুন চেপে, ঘন্টা দুয়েক
জল খান মেপে মেপে, গেলাস চারেক।
এমনি করে যদি যাও পরীক্ষাতে
ভালো ফল মিলিয়ে নিও হাতেনাতে।
২
Make sure :
UB full
Empty stomach
Clear stool
And…
Gas-less Gut,
Give report so much…
clear-cut
তো এবার বিজ্ঞাপনটা দিয়ে দিন। আর বলুন ভাগ্যিস আমাদের সময় “ডক্টরস ডায়লগ” ছিলো!
বাহ্ গুরুজী বাহ্ । কেয়া বাত ।
অসাধারণ লেখা, খালি পেট মানে জল কি পান করা যাবে না? কারণ জল একটি no calorie পানীয়? অসংখ্য ধন্যবাদ
কাজের কথা
মজার ছলে
কলম তোমার
কথা বলে। ?
Asim Gayen babu জল তো খাওয়া যাবে। জলে কিছু মিশিয়ে না। প্লেন জল। কতটা আর কিভাবে সেটা লেখাও আছে।ধন্যবাদ!
লেখক ডাক্তার, অসাধারণ
অসাধারণ। কঠিন কথা সহজ উপায়ে…
বেশ বেশ বেশ!
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
These are actually great ideas in concerning blogging.