১৭ ই জানুয়ারী, ২০১৬..রবিবার..হ্যাঁ এটাই ছিল ইডেন বিল্ডিং-এ আমার শেষ রোটেশনাল অ্যাডমিশন ডে।সারাদিন প্রসূতিকক্ষের ভিতর ১২ ঘন্টা ডিউটি।রবিবার এমনিতেই হাসপাতালে আউটডোর বন্ধ থাকে, তাছাড়া ছুটির দিন হওয়াতেই বোধহয় রোগীসংখ্যা কম থাকে। সারাটাদিনই প্রায় বসে বসে, খানিক বাজে বকা, খানিক একঘেঁয়েমি আর গুটিকয়েক গর্ভবতী প্রসব বেদনা-জর্জরিত মায়েদের যন্ত্রণাই সঙ্গী ছিল। যাই হোক ডেলিভারি করানোর আনন্দ আর সদ্যজাতের মধুর কান্নার আওয়াজ শোনাটা বড্ড মিস করছিলাম।
শেষবেলায় জুটেও গেল একটা। পুরো লেবার থিয়েটারের দুটি প্রসূতিকক্ষের একটিতে কেবল একজন মা, অনেক দীর্ঘসময় ধরে প্রসববেদনারত। বেশ খানিকসময় মনিটরিং ও প্রসবপথ উন্মোচনের ওষুধ প্রয়োগের পর ডেলিভারি করানো সম্ভব হলো। জন্ম নিল একটি ফুটফুটে পুরুষ বাচ্চা… আর সাথে সাথেই মায়ের সে কি আনন্দ-যা প্রকাশ করতে ভাষাও হার মেনে যায়।
“ডাক্তারবাবু আপনি আমার জন্য যা করলেন, আমি জীবনে কোনওদিন ভুলবো না। অনেক কষ্ট অনেক অপমান সহ্য করেছি।” বলেই তিনি আর একবার কেঁদে ফেললেন। যতক্ষণ ধরে এপিসিওটমি রিপেয়ার করেছি তিনি বলেই চললেন আর আমি শুনে গেলাম। অদ্ভুত সহ্য ক্ষমতা মহিলার..একটিবারের জন্যও কোনও চিৎকার নেই কোনও অস্থিরতা নেই..এমনটা সত্যিই বিরল। আসলে এ সবই তার জীবনযন্ত্রণারই প্রমাণ।
এইটিই তার প্রথম গর্ভ নয়, এর আগেও দু’বার বাচ্চা গর্ভে আসলেও তিনি রাখতে পারেননি, গর্ভেই নষ্ট হয়ে যায়। আর সেখানেই শুরু হয় যত লাঞ্ছনা, গঞ্জনা আর রাশি রাশি অপমান।
আসলে তিনি এটা বেশ ভালোভাবেই বুঝেই গেছেন যে… এখানে তার মূল্য নির্ধারিত হয় কেবলই সন্তান উৎপাদনের সফলতা দিয়েই।
“অনেক অপমান সহ্য করেছি ডাক্তারবাবু – আজ তার সব জবাব আমি দিতে পারব। স্বামী আমার অনেক বড়লোক,অনেক টাকা-পয়সা ওদের। পয়সা বেশী থাকলে মানুষগুলো আর মানুষ থাকে না, কষ্ট বুঝতেই ভুলে যায়।” তিনি বলেন।
আমার বলার আর কিছু ছিল না, কোনও সান্ত্বনা এখানে খাটে না। তবু বললাম-“এ আর নতুন কি বলুন..রোজ-প্রতিদিন তো এমনটাই ঘটে থাকে।”
যাই হোক দিনের শেষে মনটা ভালোও হলো অনেকখানি। এতো খারাপ সময়ের মধ্যেও কোনও রোগী ডাক্তারকে কত সহজে মনের কষ্টগুলোকে বলে ফেললেন। এই তো সাফল্য…একজন ডাক্তার হিসেবে এটুকুই প্রাপ্তি।
খুব ভালো কাজ করেছো, একজন মা কে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পেরেছো।
Khub valo laglo suna
আমাদের সমাজে মেয়েদের সন্তান উৎপাদনের মেশিন হিসাবে ই ভাবা হয়।
Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.
A big thank you for your article.
A big thank you for your article.
I am regular visitor, how are you everybody? This article posted at this web site is in fact pleasant.