একশোটা দিন পেরিয়ে গেলো আক্ষেপে
সিস্টেমের এই গন্ধ-পচায় নাক চেপে,
ভাবছি এবার রাগকে নেবো কোনদিকে,
মানলে সবাই আপোষ করা সন্ধিকে,
এই আঁধারে চাইবে কে আর সূর্যোদয়
রাত দখলের চেষ্টা ছিলো ভুল বোধহয়।
মনকে এখন খাচ্ছে কুরে এই বিষাদ,
ভবিষ্যতের সামনে খাড়াই, দুইপাশে খাদ,
মিছিল যেতে থমকে দাঁড়াই, সার জেনে
নিতেই হবে এবার বুঝি হার মেনে,
লক্ষ মানুষ বিচার চাওয়ার সেই দাবী,
সফল হওয়ার সম্ভাবনাই নেই ভাবি।
ঠিক তখনই কার যেন এক কণ্ঠ বলে,
ভয় পেয়ো না. অনেক মনেই মশাল জ্বলে,
মানছি বিচার হয়নি মোটে তরান্বিত
তাই বলে কোর্ট ঊর্ণজালও জড়াননি তো,
তারিখ দিয়ে ওঠায়নি কেউ দেওয়াল তাতে
চলছে রোজই শুনানি তার শেয়ালদা’তে,
সাক্ষ্যপ্রমাণ পেশ হতে তো সময় লাগে,
দেখোই না কী রায় রয়েছে মেয়ের ভাগে।
পেছন ফিরে দেখছি যখন দিনগুলো,
প্রতিজ্ঞাতে কই জমেনি ঝুল-ধুলো
মিছিল নাহয় বেরোয় না আর রাজপথে
তাই বলে কি করছি সবাই কাজ গতে,
ডিজিটাল আর বাস্তবিকের সব ভিড়ে
বারেবারেই আসছে মেয়ের শব ফিরে,
গা ঘিনঘিনে থ্রেটের গলাও মিনমিনে
ফিরবো না আর তেমন ভয়াল হীন-দিনে
এই কথাটা বুঝিয়ে গেছে অভয়া-সেনা,
তুলতে মাথা এখন কারো ভয় লাগে না।
একশো দিনে না হয় হবে হাজার গিয়ে
আমরা ঘরে ফিরবো ঠিকই বিচার নিয়ে
সাংবাদিকে বন্ধ করুক খবর লেখা,
সবাই জানুক মেয়ে আমাদের নয় রে একা
দশক লাগুক, লড়তে তবু পিছপা নই
আমরা যদি সত্যিকারের মানুষ হই,
মেয়ের দিব্যি, এই লড়াইয়ে জয় পাবোই।
একশো যারা গুনছো তারা বলছো কই
শিরদাঁড়া ফের ফেরত-এ দিন পঁচানব্বই..