যে শব্দগুলো ভালো লাগে
সেগুলোকে নিয়ে মালা গাঁথি।
যে মানুষগুলোকে ভালবাসি
তাদের নিয়ে গেঁথে গেঁথে থাকি।
যে সুরগুলো মনে ধরে
সেগুলো মনের তন্ত্রীতে রেখে দিই।
যে ছবিগুলো ভাবায়
সেগুলো নিয়ে কল্পনায় অ্যালবাম গড়ি।
যে কথাগুলো নাড়িয়ে দেয়
তাদের দূরে যেতে দিই না।
যে বিষাদ সুখের থেকেও বড়
তাকে চুম্বন করি।
যে মহত্ব আকাশের থেকেও উঁচু
তাকে হৃদয়ের ঘরে বসাই।
যে মমত্ব চোখের জল মোছায়
তাকে চোখে চোখে রাখি।
যে চোখে সমুদ্রের ব্যাপ্তি
তার জন্য নাবিক খুঁজি।
যে কাছি ভরসার থেকেও বিশ্বাসী
তাকে বুকে টানি।
আমি একজন স্বার্থান্বেষী মানুষ।
পৃথিবীর সব উদারতাকে বাঁচাতে
আমার বেপরোয়া স্বার্থপরতা।
১৯.১১.২০২৪