ঘটনাবহুল সময়ের বুকে ভোট বিঁধে যায় রোজ
নিরুপায় চোখ স্বদেশ দেখছে মৃত্যুর মহাভোজ।
টিকা সত্ত্বেও খুক্ খুক্ কাশি, সঙ্গে হ্যাঁচ্চো হাঁচি…
ক্রমে শ্বাস রোধ, ভেন্টিলেটর… তবু প্রাণপণে বাঁচি।
মিশছি, মিছিলে যাচ্ছি, গাইছি… না মেনে স্বাস্থ্যবিধি
ছক্কা পুটের গোল্লাছুটের খেলায় ভাসছে হৃদি।
মুখোশ নামিয়ে (চেনা যায় যাতে)… বিতরণ হয় ত্রাণ
মুক্তকচ্ছ স্বচ্ছ মিডিয়া রাখে সব সন্ধান।
মুক্ত মানুষ যুক্ত হচ্ছে মন্দিরে মসজিদে।
গৃহস্থদের বাড়ছে ওজন… পরিযায়ীদের খিদে।
টেস্ট না বাড়িয়ে রোগ বাড়াচ্ছে, গণতন্ত্রের চিঠি।
কো-মর্বিডিটি শাক ঢেকে দিক মাছের মর্বিডিটি।
রোড শো, মিটিং, বিজয়মিছিল… মানছি তা পালনীয়।
সব শেষে হবে মৃত্যুমিছিল, সেখানে আমাকে নিয়ো।