Memories….
খুব খুব কম মানুষ আছে, যারা সোমাকে তুই সম্মোধনে ডাকে। হয়তো ওর একটু অন্তর্মুখী স্বভাব, ব্যক্তিত্বের জন্যে।
এহেন সোমা যখন ফোন পায়, হ্যাঁ রে পরশু সাগরদীঘি যাচ্ছি, তোরা আছিস তো?
হ্যাঁ আছি, রাতে এখানে খাবে।
আসলে যখন ওর নিজের একটি বড়ো অপারেশনের সময় Woodlands-এ ভর্তি ছিল তখন অন্য প্ল্যান্ট থেকেও সোমাকে দেখতে এসেছিল সে।
যখন ছেলের উচ্চমাধ্যমিকের পর দুর্গাপুরে কোনো এক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেতে হয় ,নিজে খাবার নিয়ে টিফিনের সময় দাঁড়িয়ে ছিল সে।
সাগরদীঘি থেকে তাঁর বদলির সময় বলেছিল, দীপঙ্কর, কিছু দিতে চাই যাবার আগে, কি দেব?
একটা স্ট্রেচার দিয়ে যেতে পারো।লাল ফিতের আঁটুনিতে সামান্যতম কিছু কিনতে গেলেও বিরক্ত লাগে, ইসিজি মেশিন একটা ওষুধ কোম্পানি দিয়ে গেল আমার অবস্থা দেখে এখানে। ।বার বার ওদের থেকে নিতে লজ্জা লাগে।
আজ সেই স্ট্রেচারের একটা চাকা ভেঙে গেল।
হাসপাতালের কর্মীদের বললাম ওটা ফেলিস না, অন্য ভাবে ব্যবহার করবো।
সব কিছু ফেলতে নেই।
মায়া জড়িয়ে আছে যে।
দেবাশীষ মজুমদার ওরফে ফেলুদা, (DGM Corporate)