পানশালা খুললেও পাঠশালা বন্ধই… কী ভাবছ দেশটার
রাজা বুঝি অন্ধই?
মোটেই না, রাজা জানে
এভাবেই এদেশে,
নেক্সট জেনারেশনের
নেতা খুঁজে পাবে সে!
জনগণ টিকা নেয়
মুখে মাস্ক দেয়া? না!
ভোট আসে ভোট যায়
কমিশন সেয়ানা।
সার্কাসে দর্শক
ভিক্ষের লাইনে।
চাকরি দেব না, তাই…
দিচ্ছি না মাইনে
উৎসবে ষোলোকলা
হয়ে যায় পূর্ণ
গরিবের বাঁচাটুকু
চূর্ণ বিচূর্ণ।
একই ফরমুলা নিয়ে
চলো যাই গোয়াতে
ছলাকলা বিছানায়
গাধাদের শোয়াতে।
যুদ্ধু যুদ্ধু আঁচে
আঁতাতের গন্ধ
ভুল করে লোকে ভাবে…
রাজা বুঝি অন্ধ!