সাঁতার কাটি
নদীর স্রোতের বিপরীতে
পেশী শিথিল, ক্লান্ত দেহ
গ্রীষ্ম-শীতে।
ডুবে ডুবে জল খেয়েছি
অনেক ঢোঁকই
কোন দিকে পাড়, কি করে তার
হিসেব রাখি?
ঘোলা জলে মাছ ধরারা
জাল ফেলেছে
পাতা জালে পা যে আমার
আটকে গেছে।
আঁচড় খেয়েও হাঁচোড়-পাচোড়
ধরি মাটি
ঘোলা স্রোতের বিপরীতে
সাঁতার কাটি।
ঠনঠনে রোদ, ক্লান্ত দেহ
শিথিল হাতে
খড়কুটোটা পেলেই ধরি
দিনে রাতে।
স্রোতের গায়ে পিঠ এলিয়ে
ভেসে থাকা?
নদীর স্রোতের দিক বদলের
হিসেব রাখা?
সাঁতার তো নয় সুযোগ মত
ভাসার খেলা
স্রোতের সাথে লড়াই করে
বাঁচা দুবেলা।
মরা মাছও ভাসতে থাকে
স্রোতের টানে
ঘূর্ণিপাকে ডোবে
নদীর মধ্যেখানে।
সাঁতার মানে বুক চিতিয়ে
লড়াই করা
দুঃখসুখে সঙ্গী সাথীর
হাতটা ধরা।