We the people of India..
আরে দাঁড়াও দাঁড়াও, মানে বোঝাও, টিকা এবং হিন্ট দিয়া..
ইন্ডিয়াই কি ভারত নাকি?
বই পড়াতে দিলে ফাঁকি, এ প্রশ্নটা আসবে মাথায়,
লেখা আছে প্রথম পাতায়,
Bharat that is India.. ভাবনা কোথায় বন্দী,অ্যাঁ?
আচ্ছা, এবার people মানে?
তুমি, আমি, পাড়ার শামু, হাটের রফিক, গ্যারেজ মালিক হরজিত সিং ,
চা-দোকানের ছোটু আর কাজের মেয়ে পুষ্প,
এই কিংয়ের দেশে সক্কলে কিং।
সবাই রাজা? ইউটোপিয়া, চরসগাঁজার ছিলিমজাত।
সবাই রাজা, বলছি না তো,
প্রধান এবং মুখ্য হতে এদের সমান সুযোগ আছে ভোটে জিতে,
সিংহাসনের বালাইটা নেই, জনগণের মত মানা এই দেশের ভিতে।
আগে এগোও, দেখি কী কও..
having solemnly resolved to constitute India into a..
গড়ার বার্তা শপথ-ছোঁয়া, Resolve কথার বুঝছো মানে?
প্রতিজ্ঞাতে থাকবো অটল,
পালটে দেওয়ার তিলেক ভানে
উঠবো ফুঁসে,
বদলাবো না একটি কথাও এরপরে যা লেখা আছে,
সত্যি বলতে,
এ শব্দটার অর্থ বোঝা খুব জরুরি,
তোমার, আমার, সবার কাছে।
বেশ বলেছো, কিন্তু বলো কিসের শপথ?
বলছি বাবা,
পরের যে লাইন,
তার ওপরেই দাঁড়িয়ে আছে তোমার বাছার ভবিষ্যৎ।
Sovereign, Socialist Secular Democratic Republic..
কি খটোমটো সব বললে বাবা! হাবা মানুষ, বুঝছি না যে ঠিক!
Sovereign মানে আমাদের রাশ আমাদের হাতে,
কখনো যাবো না কারো কবজাতে।
Socialist মানে নাগরিক হিতে সর্বাধিকার,
শোষণ হবে না রাষ্ট্রশাসনে, এই state হবে welfare.
Secular মানে ঝুঁকবে না দেশ ধর্মের দিকে,
উপাসনালয় ভাঙা পড়বে না, সংসদে কেউ টেনে আনবে না ধর্মরীতিকে।
Secular মানে সব ধর্মই রাষ্ট্রশাসন থেকে হবে দূরে,
ওই যে শোনোনি, মেরা তুমহারা.. সেকুলার মানে
ভিন্ন কণ্ঠ এক হয়ে যাবে এ দেশের সুরে।
Democratic Republic.. মানে তো বুঝেছো,
এখানে প্রধান শুধু পাবলিক,
মানে জনগণ।
মুখ্য প্রধান যে কেউ হন, আসল ক্ষমতা হবে জনতারই
দাঁড়াও, দাঁড়াও, কি মজার কথা, না হেসে পারি,
এবারে করছো বড় বাড়াবাড়ি,
ভি আই পি হলে সাতখুন মাফ, সব দোষ তাঁর ধুয়ে মুছে সাফ, এটাই দেখেছি এই এতকাল।
সে সব তবে না constitutional?
ধরেছো তো ঠিক!
আমার ধারণা, পড়া যদি ধরো,
দেখবে এখন দেশের নেতারা প্রিঅ্যাম্বল-এ নয় সড়গড়,
সংবিধান তো রাজনীতিদের নয় প্রিয় বই।
এবারে এগোই?
কী আর বলবো, এরাই করেছে ভিত নড়বড়ে,
বলে যাও কী কী আছে এর পরে।
and to secure to all it’s citizens..
বিভাজনে হোক যত ননসেন্স, এটাই সঠিক দিকনির্দেশ।
সব নাগরিক সমান সমান ভাবে এই দেশ।
JUSTICE, social, economic and political
সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায়।
পুড়ে যাওয়া করসেবক আর বিলকিস বেগম,
রাষ্ট্র যেন একই গুরুত্ব দেয়।
নেতার চুরি আর দাগী তষ্করের অপরাধের
মধ্যে হবে না তফাত,
সমান লম্বা হবে ‘কানুন কি হাত’।
কিন্তু.. তা তো হয় না কখনো।
জানি। তাতে নেই সন্দেহ কোনো।
আসলে কি জানো,
মানুষেরা অবিচার মেনে নেয় যদি,
তখন সাহস পায় যারা চেপে গদি।
ধরো, গীতা শুনে বলতেন যদি অর্জুন,
এই রইলো গাণ্ডীব, কপিধ্বজ অক্ষয় তূণ,
বাসুদেব, যা বলছো মানবো না আমি,
তাহলে ম্লান মুখে হেরো যুদ্ধে ফিরে যেতেন যুগে যুগে সম্ভবামি।
পরের লাইন শোনো, ইদানিং এটাতেই বুক ঢিপঢিপ..
LIBERTY, of thought, expression, belief, faith and worship.
স্বাধীনতা। ভাবা ও ব্যক্ত করার স্বাধীনতা,
উপাসনা, বিশ্বাস আর ধর্মপালনের স্বাধীনতা পাবে,
সকলকে রাষ্ট্রের দেওয়া সেই কথা।
জানি বহু কিছু আজ মেলে না হিসাবে,
তবুও মাথায় রেখো,
যেটুকু এসেছে দেশ, এর ওপর ভর করে সবই,
যত বকে যাক আজ সেকুলার বাঁকা করে ‘সিকুলার’ আওড়ানো লবি।
সে তো বটেই। মন থেকে ক্রমে কাটে কুয়াশা-আঁধার,
বলে যাও এর পরে কী কী আছে আর।
EQUALITY, of status and opportunity.
অ্যাই, অ্যাই! এবারে কিন্তু পাবে উকিলের চিঠি!
রোজ বাড়া কোটাতেও বলছো কেমন করে সমান সুযোগ?
ওটা ছিলো সারাতে যে সামাজিক বিভাজন রোগ,
স্বীকার করছি সেটা আজও সফল নয়,
যতই চাকরি হোক নানা কোটাময়,
গোঁফ রেখে মার খাওয়া কিংবা গায়েতে হিসি এখনও তো ঘটে,
কোটা দিয়ে ভোট পাওয়া যায় তো ফোকটে,
আদতে কি লাভ হয় কিছু?
অতীত আসছে ধেয়ে আগামীর পিছু , রোজ এর ফলে।
তবু, সংবিধান কিন্তু অন্য কথা বলে।
আরেকটু এগোই তাহলে..
and to promote among them all, FRATERNITY
ভ্রাতৃত্ব। অন্য নাগরিকও আমার সমান ভাবা,
যতই বোড়ের রঙ আলাদা করতে চাক রাজনীতি দাবা,
সে থাবা এড়ানো উচিৎ।
সেটাই এ রাষ্ট্রের ভিত। সিকিম থেকে লাক্ষাদ্বীপ, মনিপুর থেকে কাশ্মীর,
চার্চ গুরুদ্বার মসজিদ মন্দির,
যে যেখানে যাক, যে যেখানে থাক,
সে আমার সহনাগরিক,
না ছোটো, না বড় সে কোনো দিক।
আহা, কবে হবে সত্যি এ ভাবনা সাকার,
কিছু বাকি আছে নাকি আর?
assuring the dignity of the individual and the unity and integrity of the Nation.
এ নয় হালফিলের শ্লোগানপ্রধান দেশপ্রেমের ফ্যাশন,
ব্যক্তির সম্মানে থাকে রাষ্ট্রের ঐক্য নিহিত,
সেটাই লিখিত।
দেশ মানে কোনো কাঁটাতার ঘিরে দেওয়া ভূমি নয়,
পৃথিবীর মানচিত্রে সীমানা দাগানো যার ইন্ডিয়া বলে,
দেশ একটা ধারণার নাম,
আজন্ম দোলা যেই স্বপ্নের কোলে।
বুঝেছি,
প্রিঅ্যাম্বল সেই ধারণার দিক নির্দেশ করা দিশারী আসলে।
ঠিক। বড় ভালো হতো এটা প্রতি স্কুল, প্রতিটি অফিসে,
মন্দির মসজিদ ও গির্জাতে,
নাগরিকদের মুখে রোজ পাঠ হলে।