অধিকারের সঙ্গে সঙ্গে কিছু কর্তব্যও বর্তায় রোগীর উপর। সেই কর্তব্যগুলোকেও নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
১। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য রোগীকে জানাতে হবে।
২। পরীক্ষা করার সময়, চিকিৎসার সময় ডাক্তারের সঙ্গে সহযোগিতা করতে হবে।
৩। সমস্ত নির্দেশ অনুসরণ করতে হবে।
৪। সময়মতো হাসপাতালের পূর্ব নির্ধারিত বিল ভুগতান করতে হবে।
৫। ডাক্তার এবং হাসপাতালের অন্য কর্মীদের মর্যাদাকে সম্মান করতে হবে।
৬। কখনোই হিংসার আশ্রয় নেওয়া যাবে না।