ত্যাগ করেছি লজ্জাভূষণ, জবাব দেব পাঁজর খুলে
যা জানতে চান প্রশ্ন করুন … মহামান্য ধর্মাবতার …
প্রতিরোধের চিহ্ন সকল, সব দেখাব আঁচল তুলে।
হিসেব দেব অন্ধকারটা কেমন আমায় খাচ্ছিল, তার!
আমি শুধুই একটা শরীর, আমার কোনও মন ছিল না
নানান ধারা উপধারায় একটাই কাজ বিচারসভার,
আজকে মেয়ের চরিত্রতে কালির ফোঁটার সংখ্যা গোনা
প্রশ্ন দিয়ে ছিঁড়বে শরীর! নতুন করে ছিঁড়বে ?… ক’বার?
দেরি হচ্ছে। হোক না দেরি। আমি তাতেও রাজিই আছি।
অন্ধ কুরুপতির সামনে ছিন্ন মেয়ে দাঁড়িয়ে থাকি।
যুগের পরে যুগ চলে যায় … ক্ষতস্থানে উড়ছে মাছি।
এই বেহায়া বিচারসভায় তাড়া থাকলে চলবে নাকি?
আদিবাসীর তুচ্ছ জীবন… গড়ায় যেন পাথর নুড়ি।
মণিপুরের পাহাড় চিরলে নিকেল প্লাটিনামের খনি
হিসেব কাজেই বড্ড সরল, জল জঙ্গল পাহাড় চুরি।
মণিপুরের কন্যা ছিঁড়লে রক্ত মাংস এবং যোনি।
আমার বস্ত্র কাড়লে তুমি আগুন জ্বলা পাহাড় বনে।
তোমার অঙ্গে স্বর্ণসুতো… গন্ধ ঢাকতে প্রবল ডিও।
পালিয়ে যাচ্ছি। হায়না পুরুষ নখ বেঁধাচ্ছো শরীর স্তনে।
প্রমাণ চাইছ? এই যে হুজুর। আমায় ছেঁড়ার সেই ভিডিও।
হাঁটছি আমরা নগ্ন মেয়ে। স্বপ্ন ভাবছ?। না বাস্তবই!
একুশ শতক পৌঁছিয়ে আজ, সেই কথাটাই বুঝছি খালি,
খবর শুনেও ঘুম ভাঙেনি, দেখতে পাওনি আমার ছবি…
তোমাদের এই বিচার সভা, আগের মতই পুরুষালি!
★