দূষণ কমেছে, বাধ্যবাধক মুখে মাস্ক পরা তাও,
রাস্তারা ফাঁকা, দীঘা যেতে গাড়ি তবু নেই একটাও।
হাত ধুয়ে সাদা, নিষেধ হয়েছে কারো হাতে হাত রাখা,
অঢেল সময় , চেনা ঠেকে তবু বন্ধুরা নেই, খাঁ খাঁ।
শনি রোববার হারিয়েছে মানে, সব দিন এক লাগে
যেন কেউ এসে তারিখগুলোকে দাগিয়েছে লাল দাগে।
কাজ হলে ছুটি, রুটিনে সেটাই লেখা ছিলো এতকাল,
নিয়ম নিষেধে অকেজো সময় জীবনের জঞ্জাল।
যার টাকা আছে, খরচ করার উপায় জোটেনা তার,
যার কাছে নেই, থমকেছে তারও ঘাম বেচে রোজগার।
যার ভয়ে জ্বরে কম্পিত হয়ে দিকহীন আজ বিশ্ব
চারধারে থেকে তবু সে শত্রু বেমালুম অদৃশ্য।
ফেসবুক জুড়ে সুখে থাকা ভান বাস্তব-ইরেজারে,
আড়চোখে চোখ রাখা সকলেরই সংক্রমণের হারে।
স্বপ্ন দেখার অনেক সময়, তবু ভাবনারা কালো,
সব দেখা যায়, তবুও কোথায় হারিয়ে গিয়েছে আলো!
তবু একদিন হারিয়ে অসুখ আমরা হবোই ভালো।